চুল ভালো রাখতে

চুলের যত্নে আমরা সবাই নারিকেল তেল ব্যবহার করে থাকি। কিছু উপকরণ মিশিয়ে নিলে এই তেলের কার্যকারিতা বাড়বে আরও অনেক গুণে। চুল পড়া তো কমবেই, পাশাপাশি জৌলুস আসবে চুলে। জেনে নিন চুল ভালো রাখলে নারিকেল তেলের সঙ্গে কী কী মেশাবেন।

নারিকেলের তেল ও মধু
নারিকেল তেলের সঙ্গে মধু মিশিয়ে সামান্য গরম করে একটি স্প্রে বোতলে নিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এটি স্প্রে করুন চুলে। নিয়মিত ব্যবহার করলে চুল ঝলমলে হবে।

ডিম ও নারিকেলের তেল 
৫ টেবিল চামচ নারিকেল তেল ও একটি ডিমের সাদা অংশ একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। প্যাকটি চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া কমবে।

অ্যালোভেরা জেল ও নারিকেলের তেল
অ্যালোভেরা জেল মিহি পেস্ট করে মিশিয়ে নিন নারিকেলের তেলের সঙ্গে। মিশ্রণটি ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

অন্যান্য তেল ও নারিকেলের তেল
নারিকেল তেলের গুণ বাড়াতে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, ভিটামিন ই অয়েল কিংবা যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

আপেল সাইডার ভিনেগার ও নারিকেল তেল 
২ টেবিল চামচ নারিকেলের তেল ও ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে ভেজা চুলে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.