সাউথইস্ট ব্যাংক ও কেডিএস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সঙ্গে কেডিএস গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির অধীনে, সাউথইস্ট ব্যাংক লিমিটেড কেডিএস গ্রুপকে তাদের রেডি মেইড গার্মেন্টস কর্মীদের বেতন ও মজুরি বিতরণের জন্য বেতন পরিষেবা (বেতন কার্ড) প্রদান করবে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন এবং কেডিএস গ্রুপ, চট্টগ্রামের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কামরুল হাসান সিদ্দিকী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেছেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.