মিয়ানমারে ৫.৬ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইএমএসসি আরও জানায়, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্পটি আঘাত হানে। আর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছিল।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.