ঢামেক অ্যালামনাই ট্রাস্ট নির্বাচনে অধ্যাপক আমজাদ-নাঈম-দেবেশ প্যানেলের জয়

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অধ্যাপক আমজাদ- নাঈম-দেবেশ প্যানেল জয় লাভ করেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক ডা.মো. আমজাদ হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক ডা.সরদার এ. নাইম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া একই প্যানেল থেকে অধ্যাপক ডা.দেবেশ চন্দ্র তালুকদার সাধারণত সম্পদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- ডা.রাজ দত্ত, ডা.রাজত শৌরভ দাস, ডা.মোহাম্মদ শায়েক আব্দুল্লাহ, ড.মুসফিকুর আহম্মেদ, অধ্যাপক ডা. মনি লাল, ডা.মোজাম্মেল হোসেন খান, ডা. চৌধুরী মোহাম্মদ এসানুল খালেকুর, অধ্যাপক ডা.এস. কে নরুল ফাতহা রুমি, ডা. হাসানুর রহমান, ডা. সাদিকুর রহমান, ডা.এস.এম খালিদ জাহান, ডা. এ.এক.এম তরিকুল ইসলাম, ডা.জয়নাত মালাকর।

১৪২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৭৯ জন। ১৯টি পদের বিপরীতে স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডা. ফারুক আহমেদ ও ডা. দিপল কৃষ্ণ অধিকারী।

উল্লেখ্য, ১৯৮৯ সালে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্ট।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.