যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা তারিখ ঘোষণা

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র (১০২) বিষয়ের বহু নির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর নেওয়া হবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত চলবে।

গত ১৫ সেপ্টেম্বর যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি কেন্দ্র এবং কালিয়া উপজেলার একটি কেন্দ্রে বাংলা প্রথমপত্র প্রশ্নের খামে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহের অভিযোগ ওঠে। লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা কেন্দ্রে এবং কালিয়ার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.