বিশ্বকাপ দলে না নেওয়ায় মালিককে অবসর নিতে বললেন হাফিজ

ব্যাট হাতে এখনও তুখোড় ফর্মে শোয়েব মালিক। এমন পারফরম্যান্সের পরও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাকে উপেক্ষা করা হয়েছে। সীমিত ওভারের এই বিশ্বকাপ দিয়ে মালিককে মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ দেয়ার দরকার ছিল বলে মনে করেন মোহাম্মদ হাফিজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘মালিক ২১-২২ বছর পাকিস্তানের জন্য নিজের সেরাটা দিয়েছে এবং লম্বা সময় যেভাবে সে ফিটনেস ধরে রেখেছে এটা অবিশ্বাস্য। আমি যখন অবসর নিয়েছিলাম মালিককে বলেছিলাম তুমিও অবসর নিয়ে নাও। কারণ আমি জানতাম যে তাকে যথাযথ সম্মান দেয়া হবে না। এটা আমার ক্ষেত্রেও স্পষ্ট ছিল। আমার মনে হয় সে শেষবারের মতো খেলতে চেয়েছিল, কিন্তু ক্রিকেট এমনই নিষ্ঠুর।’

ম্যাচ খেলে ওয়ানডে থেকে মালিককে বিদায়ের সুযোগ করে না দেয়ায় সমালোচনা করেছেন হাফিজ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবসত সে যখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় তখনও বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়নি। তার অবদানের কথা চিন্তা করে তাকে একটি ম্যাচ খেলে বিদায় নেয়ার সুযোগ দেয়ার প্রয়োজন ছিল। বিদায় দেয়ার ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সবসময়ই উদাসীন। সে যদি বিশ্বকাপে অংশ নিত তাহলে দলে একজন সিনিয়র খেলোয়াড় পেত। সে কাট করতে পারে না, পুল করতে পারে না এটা বলবেন না। ভুলে গেলে হবে না ২ বছর সে ক্রিকেট খেলেছে সে কি এই শটগুলো খেলেনি? এটা আমাদের বুঝতে হবে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.