ডেল্টা লাইফের প্রশাসক প্রত্যাহার হতে পারেন 

পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবনবিমা কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স থেকে প্রশাসককে প্রত্যাহার করা হচ্ছে। চলতি সপ্তাহেই এই কোম্পানি থেকে প্রশাসক প্রত্যাহার করা হতে পারে।

প্রশাসক প্রত্যাহারের মাধ্যমে কোম্পানিটির পরিচালনার দায়িত্ব নেবেন সমঝোতার মাধ্যমে গঠিত নতুন পর্ষদ। এই পর্ষদের অধীনেই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০১৯ সালের সমাপ্ত বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) করা হবে।

এরইমধ্যে এ সংক্রান্ত আদালতের আদেশের সার্টিফায়েড কপি অর্থ মন্ত্রণালয় এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে পৌঁছানো হয়েছে।

প্রসঙ্গত, অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একই সঙ্গে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.