এবার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা আসছে মেসেঞ্জারে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চ্যাটিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার। পুরো বিশ্বেই ছড়িয়ে আছে এর ব্যবহারকারী। তাই ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে নানান ফিচার আনছে সাইটটি। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীর আদান-প্রদাণকৃত বার্তা সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকরী ফিচারটি  আনতে চলেছে মেটা। মেসেঞ্জারে দীর্ঘ প্রতীক্ষিত ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করেছে মেটা।

মেটার জনপ্রিয় অন্য আরেকটি এপ্লিকেশন হোয়াটসঅ্যাপে বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে কোন মেসেজ পাঠালে তা যে ব্যক্তিকে মেসেজ পাঠানো হয়েছে এবং যিনি পাঠিয়েছেন তারা ছাড়া তৃতীয় কেউ দেখতে পারবেন না।

খবর এনডিটিভি গ্যাজেটস।

এনডিটিভির প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে অল্প কিছু ব্যবহাকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার পাঠানো হয়েছে। বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন একটি অপশন হিসেবে আছে। নিরাপত্তা সচেতন অল্প কিছু ব্যক্তি এর ব্যবহার করছে। এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিলিয়নেরও বেশি লোক ব্যবহার করছে। তবে অপরাধ শনাক্তে এটি আবার নেতিবাচক ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে এটি বাই ডিফল্ট হিসেবে রয়েছে। তবে ইনস্টাগ্রামে আছে পরীক্ষামূলক পর্যায়ে। মেসেঞ্জারেও চালু আছে ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার। ধারণা করা হচ্ছে আগামী বছর মেসেঞ্জারের কল ও চ্যাটিংয়ে ফিচারটি চালু হবে। শুধু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টই নয়, আরও বেশ কয়েকটি ফিচার মেজেঞ্জারের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা যায়।

যদিও হ্যাকিংয়ের ঘটনা মেসেঞ্জার বা ফেসবুকে নতুন কিছু নয়। এরপর আবার টিকটকের জনপ্রিয়তার কারণে গ্রাহক হারিয়েছে ফেসবুক। এ কারণে বিভিন্ন ফিচার ও সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে মেটা।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.