শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংকের বৃক্ষরোপণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংক লিমিটেড বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে।

শনিবার (১৩ আগস্ট) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পূর্বাচল মডেল টাউনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করেন। এ সবুজায়ন উদ্যোগের মাধ্যমে এই মহান রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংক আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.