রূপালী ব্যাংকের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২ শতাংশ বোনাসের পরিবর্তে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল ৭ আগস্ট কোম্পানিটির ৩৬তম এজিএমে শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশ অনুমোদন করেছে।

কোম্পানিটি আরও জানায়, রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই লভ্যাংশ অনুমোদন করেনি।

এর ফলে কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে কোম্পানিটি ২ শতাংশ লভ্যাংশ দেওয়ার কারণে ক্যাটাগরি পরিবর্তন করেছে। কোম্পানিটি আগামী ১০ আগস্ট থেকে বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.