মাদাগাস্কারে ডাকাতদের দেয়া আগুনে নিহত ৩২

মাদাগাস্কারে এক দল ডাকাতের ঘরবাড়িতে লাগানো আগুনে পুড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) গভীর রাতে দেশটির রাজধানী থেকে ৪৭ মাইল দূরে এ ঘটনা ঘটেছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। খবর-টাইম অব ইন্ডিয়া ও ডয়েচ ওয়েলে

প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিচার্ড এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, এই ডাকাত দল স্থানীয়দের কাছে ‘দহোলো’ নামে পরিচিত। এই ডাকাতেরা রাতে চুরি করতে এসে বাসাবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ঘুমন্ত শিশু ও মহিলা-সহ অন্তত ৩২ জন নিহত হন। দহোলা ডাকাতেরা দেশে সুংগঠিত। এরা পাড়া-মহল্লায় থাকা গবাদি পশু চুরি করে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে উল্লেখ করে রিচার্ড বলেন, আমরা তাদেরকে খুঁজছি। তবে আমার কাছে মনে হয় এ ধরনের আক্রমণের পিছনে ডাকাতদের প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার প্রবণতা রয়েছে এই গোষ্ঠীর লোকদের উপর। হতে পারে স্থানীয় লোকজন পুলিশকে এদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করার কারণে এরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

অর্থসূচক/এইচডি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.