ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ লাখ ৬ হাজার ৩৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৪১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ন্যাশনাল ব্যাংক ২ কোটি ২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্যাংক এশিয়া লিমিটেড ২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, ব্যাংক এশিয়া, বিডি থাই ফুড, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রো কেমিক্যাল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ইস্টার্ন কেবলস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,ফার্স্ট ফিন্যান্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইনটেক লিমিটেড, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, মতিন স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, ওরিয়ন ইনফিউশন, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রবি, সাফকো স্পিনিং, সী পার্ল বীচ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.