আবারো বাড়লো স্বর্ণের দাম, ভরি ৮১ হাজার

মাত্র দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে। অন্যান্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) থেকে নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় টানা তিন দফা দাম কমানোর পর গত ২৬ জুলাই মঙ্গলবার প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা বাড়ানো হয়েছিল। বুধবার থেকে তা কার্যকর হয়। দুই দিনের ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যায় আবার স্বর্নের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। এবার ভরিতে এক লাফে ৩ হাজার ৯০৭ টাকা বাড়ানো হয়েছে।

এবার আন্তর্জাতিক বাজারের কারণে নয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর বা ১০০ শতাংশ খাটি স্কবর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এর আগে, ১৭ জুলাই সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। তার আগে ৬ জুলাই একই পরিমাণ কমানো হয়েছিল।

বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৭৮ হাজার ৫৫৭ টাকায় বিক্রি হয়েছে।

অর্থসূচক/এমএস/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.