১৮ দলের অবরোধের কারণে ঠাকুরগাঁওয়ে দুইদিন অবস্থানের পর অবশেষে ট্রেনে গেল বিরল প্রজাতির শকুন গুলো। বিশেষ ব্যবস্থায় ওই শকুন পাখি গুলোকে রাজশাহীতে পাঠিয়েছে বন বিভাগ।
গত শুক্রবার সকালে সদর উপজেলার মহাদেবপুর ও পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দুইটি শকুন উদ্ধার করে বন বিভাগ। পর দিন ঠাকুরগাঁও শহরের ফকির পাড়া মহল্লা থেকে একটি ও পঞ্চগড় থেকে আরও একটি শকুন ধরা পড়ে। এর আগে জগন্নাথ পুর গ্রাম থেকে আরো দুটি বিরল প্রজাতির শুকুন উদ্ধার করে বন বিভাগ। গতকাল রোববার সকালে উদ্ধার কৃত শকুন পাখি গুলোকে রাজশাহী বন্য প্রাণী সংরক্ষনগারে ট্রেন যোগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানায়।
ঠাকুরগাঁও বন বিভাগের সহকারী বনরক্ষণ কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ জানান, শীত প্রধান অঞ্চল থেকে বাঁচার জন্য এই পাখি গুলো বাংলাদেশে আসে। খাবারের অভাবে দুর্বল হয়ে পড়লে পাখি গুলো নিচে পড়ে যায়।
সাকি/