হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামিল

হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। ডাক্তারের পরামর্শে ১১ দিন পর আজ সোমবার (২৫ জুলাই) সকালে বাসায় ফিরেছেন এই অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন জামিল নিজেই।

তিনি বলেন,‘ হৃদরোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ১১ দিন ছিলাম। এর মধ্যে হার্টে রিং পরানোর পর এখন অনেকটা সুস্থ আছি। ডাক্তারের পরামর্শে বাসায় চলে এসেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার এই খারাপ সময়ে যেভাবে সবাই পাশে ছিলেন, খোঁজ-খবর নিয়েছেন ও আমার সুস্থতার জন্য দোয়া করেছেন।’

জানা গেছে, ঈদের আগে থেকেই অসুস্থ ছিলেন জামিল। এ সময় বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থা গুরুতর হলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর সেখান থেকে অভিনেতা-ডা. এজাজুল ইসলামের পরামর্শে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয় জামিলকে।

২০১২ সালে কলকাতার চ্যানেল জি-বাংলায় প্রচারিত দুই বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’–এ অংশগ্রহণ করেছিলেন জামিল। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.