এশিয়ামানি সেরা ব্যাংক অ্যাওয়ার্ড পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

অর্থনৈতিক ক্ষমতায়ন ও বৃহৎ আর্থিক অন্তর্ভুক্তির উপর মনোনিবেশ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য এশিয়ামানি সেরা ব্যাংক অ্যাওয়ার্ড-২০২২ জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ নিয়ে ব্যাংকটি টানা ৬ষ্ঠ বারের মতো ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ পুরস্কার পায়।

রোববার (২৪ জুলাই) ব্যাংকের পাঠানো এক সংবিজ্ঞপ্তিতে এ খবর পাওয়া যায়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, গত বছর নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সফল হয়েছি এবং সকলের দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা প্রদর্শনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,তাদের সাহস, সংকল্প ও কর্মক্ষমতা আমাদের ধারাবাহিকভাবে সাহসী পদক্ষেপ নিতে এবং সেবামূলক কাজগুলো করতে অনুপ্রাণিত ও সাহায্য করেছে। এই অর্জন তারই প্রমাণস্বরূপ। আমাদের উপর বছরের পর বছর ধরে আস্থা অব্যাহত রাখায় ব্যাংকের সকল গ্রাহক, নিয়ন্ত্রক, কমিউনিটিস এবং অন্যান্য সকল স্টেকহোল্ডারদের প্রতি আমি কৃতজ্ঞ।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.