নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বারের সাহারপাড় এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সকালে উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- ফেনী জেলার ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা সালমা আক্তার (৪৫)। নিহত গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজি ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, ইলিয়টগঞ্জ এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। প্রাইভেটকারটিতে যে তিন জন ছিলেন, তাঁরা সবাই নিহত হয়েছেন। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.