চাঙা ভারতের পুঁজিবাজার: বিদেশি পোর্টফোলিও’র একাংশ ফিরেছে

টানা ছ’দিনের উত্থানে চাঙা হয়ে উঠেছে ভারতের পুঁজিবাজার-সেনসেক্স। ছ’দিনে সূচক উঠেছে ২৬৫৬ পয়েন্ট। সেই সঙ্গে বেড়েছে নিফটিও। গতকাল (২২ জুলাই) সেনসেক্সে ৩৯০ পয়েন্ট ও নিফটি ৫০তে ১১৪ বাড়ায় প্রধান সূচক সেনসেক্স ও নিফটি ৫০ যথাক্রমে ৫৬ (৫৬০৭২) ও ১৬ (১৬৭১৯) হাজারের কোটা পার করেছে। খবর- ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও মানিকন্ট্রোল

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের বাজারে সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রয়েছে বিশ্ব বাজারের চাঙা ভাব। সেই সঙ্গে রয়েছে বিদেশি পোর্টফোলিও’র একাংশের পুঁজি নিয়ে ফিরে আসা। তবে টানা চার দিন ৪৭১২.৭৪ কোটি টাকা বিনিয়োগ করার পর শুক্রবার (২২ জুলাই) এরা ৬৭৫.৪৫ কোটির শেয়ার মূলধন তুলে নেয়। খবর- আনন্দবাজারের

আর্থিক বিশেষজ্ঞ আশিস নন্দীর মতে, ভারতে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলোর শেয়ার বিক্রির গতি গত মাসের চেয়ে কমেছে। এটা বাজারের পক্ষে ইতিবাচক দিক। এ ছাড়া, বিশ্ব জুড়ে খাদ্যপণ্যের দাম কমার আশাও তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন গতদিন তুরস্ক ও রাষ্ট্রপুঞ্জের সঙ্গে আলাদা ভাবে চুক্তি স্বাক্ষর করেছে। এটা ইউক্রেনের শস্য এবং রাশিয়ার শস্য ও সার রফতানির পথ খুলে দিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক পরিমণ্ডলে জোগানের জন্য এটা অত্যন্ত জরুরি। এর ফলে যুদ্ধজনিত স্থবিরতা কেটেছে। এমন ঘটনা শেয়ার বাজারকে তো চাঙ্গা করবেই।

এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, মূল্যবৃদ্ধির উপরে রাশ টানতে আগামী দিনে আমেরিকা ও ভারতে সুদের হার আরও বাড়তে পারে। এতে আশঙ্কা থাকছেই। কারণ সুদ বৃদ্ধিতে ধাক্কা খেতে পারে বাজারের আর্থিক বৃদ্ধিও । তবে আমেরিকা ও ভারতের শীর্ষ ব্যাংক আগ্রাসীভাবে সুদ বাড়াতে পারে ভেবে লগ্নিকারীদের মধ্যে যে আশঙ্কা কাজ করছিল তা অনেকটা গা-সওয়া হয়ে গেছে।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.