যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দৌড়ে ঋষি ও লিজ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি সুনাক বা লিজ ট্রুস। ক্ষমতাসীন টোরি বা রক্ষণশীল দলের নেতা হওয়ার দৌড়ে এখন এই দুজনই আছেন। বুধবারের (২১ জুলাই) ভোটাভুটিতে তৃতীয় হয়ে নেতা হওয়ার লড়াই থেকে বাদ পড়লেন পেনি মরডন্ট। ঋষি পেয়েছেন ১৩৭টি ভোট, লিজ ১১৩ ও পেনি ১০৫টি ভোট।

এ পর্যন্ত যতগুলি ভোটাভুটি হয়েছে, তার মধ্যে সবকটিতেই ঋষি এক নম্বরে ছিলেন। এবার শেষ রাউন্ডের ভোটাভুটি হবে ঋষি ও লিজের মধ্যে। জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন।

কে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন, তা নিয়ে জনসনের মন্তব্য হলো, ‘আমি তো বিষয়টা ঠিকভাবে ফলোই করিনি।’

প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টে তার শেষ প্রশ্নোত্তরপর্বে জনসন বলেছেন, ‘আমার পর যিনি প্রধানমন্ত্রী হবেন, তার প্রতি আমার পরামর্শ হলো, আমেরিকার ঘনিষ্ঠ থাকবেন, ইউক্রেনের পাশে থাকবেন এবং বিশ্বের সর্বত্র গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করবেন। আমরা সবাই আমাদের দেশকে করোনার কবল থেকে বের করে আনার জন্য কাজ করেছি। আমরা সফলও হয়েছি। তবে এখনও অনেক কাজ করা বাকি আছে।’

বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন মুলতুবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। আগামী ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন জনসনই প্রধানমন্ত্রী পদে থাকবেন। সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, এএফপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.