রাজধানীর কোন এলাকায় আজ কখন লোডশেডিং

সরকারের নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিক গতকাল থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টারও বেশি হচ্ছে এই লোডশেডিং।

এদিকে বুধবার টানা দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) আজ লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়, যা এলাকাভিত্তিক সূচি অনুযায়ী চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডও (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে।

আজ রাজধানীর কোথায় কখন লোডশেডিং হবে, তার তালিকা দিয়েছে সংস্থা দুটি। তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.