আইওস্কোর ভাইস-চেয়ার নির্বাচিত হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম International Organisations of Securities Commissions (IOSCO) এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছেন।

ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের নির্বাচনে তিনি চীনের প্রতিনিধির বিরুদ্ধে এ জয় পেয়েছেন। তিনি ২০২২-২৪ সাল সময়ে উক্ত পদে দায়িত্ব পালন করবেন।এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন প্রথম।

উল্লেখ, ২০১৩ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন International Organisations of Securities Commissions (IOSCO) এর সদস্য হয়েছে। প্রায় ৪০ বছর আগে ১৯৮৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় স্পেনের রাজধানী মাদ্রিদে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.