শিশু অবস্থায় পাচার ব্রিটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন ফারাহ

ব্রিটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন ফারাহকে পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে যুক্তরাজ্যে পাচার করা হয়েছে। গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য অন্য একটি শিশুর তাকে আনা হয়েছে বলে সোমবার (১১ জুলাই) প্রকাশিত এক নিবন্ধে মো. ফারাহ এ তথ্য জানিয়েছেন।

ফারাহ এক সংবাদ মাধ্যমে বলেন, একজন নারী তাকে মো. ফারাহ নামটি দেন। ওই নারী তাকে ৯ বছর বয়সে পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে যুক্তরাজ্যে নিয়ে আসেন। আসল ঘটনা হলো আমি সোমালিয়ার উত্তরে সোমালিল্যান্ডে হুসেইন আবদি কাহিন নামে জন্মগ্রহণ করেছি। অতীতে আমি যা বলেছি তা সত্ত্বেও জানায়, আমার বাবা-মা কখনোই যুক্তরাজ্যে থাকতেন না।

ফারাহ আরো বলেন, আমার যখন ৪ বছর বয়স তখন আমার বাবা গৃহযুদ্ধে নিহত হয়, আপনি জানেন, একটি পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল এবং আমাকে মোহাম্মদ ফারাহ নাম দিয়ে অন্য একটি শিশুর নামে অবৈধভাবে যুক্তরাজ্যে আনা হয়েছিল।

ব্রিটিশ ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেটে প্রথম চারটি স্বর্ণপদক জেতা ফারাহ বলেছেন, তার সন্তানরা তাকে অতীত সম্পর্কে সত্যবাদী হতে অনুপ্রাণিত করেছে।

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.