মালয়েশিয়া প্রবাসীরা সহজে টাকা পাঠাতে পারবে

টিএমএল রেমিট্যান্সের সঙ্গে এসআইবিএলের চুক্তি

ইনওয়ার্ড রেমিট্যান্স নিয়ে মালয়েশিয়ায় টিএমএল রেমিট্যান্স কোম্পানির সঙ্গে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকরা দেশে সহজেই তাদের অর্জিত অর্থ পাঠাতে পারবে।

সম্প্রতি ব্যাংকটির সঙ্গে টিএমএলের এ চুক্তি হয়। এসআইবিএল ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। চুক্তিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের উপস্থিতিতে স্বাক্ষর করেন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন ও মালয়েশিয়া টিএমএল রেমিট্যান্সের পক্ষে স্বাক্ষর করেন এর ব্যবস্থাপনা পরিচালক আলবার্ট লিম পো বোন।

এছাড়া মালয়েশিয়া সফরকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্লাসিড এক্সপ্রেস, মার্চেন্ট ট্রেড এশিয়া এবং আরএইচবি ব্যাংকের সঙ্গে বিজনেস মিটিং করেন।

উল্লেখ্য, টিএমএল রেমিট্যান্স হল মালয়েশিয়ার একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.