কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করায় পাকিস্তানের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, আসাদুজ্জামান নুরের গাড়ি বহরে হামলা ও বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মুক্তিযোদ্ধা-জনতা।
রোববার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা ও জনতা এ কর্মসূচি পালন করে।
এ সময় কাদের মোল্লাকে নির্দোষ দাবি করে বক্তব্য ও বিবৃতি দেওয়া সাবেক পাক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা দাহ ও পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছে তারা।
পরে প্রতিবাদ সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা মো. আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও সামাজিক নেতাদের মধ্যে অধ্যাপক মো. আলতাফ হোসেন, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মন্ডলসহ কয়েকজন বক্তব্য দেন।
বক্তারা পাকিস্তানের বিতর্কিত ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করে সকল বাঙ্গালির প্রতি পাকিস্তানের তৈরি সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।
এআর