নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

বিটিআরসির নিষেধাজ্ঞা

নতুন করে কোনো সিম বিক্রি করতে পারবে না দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ জুন) বিটিআরসি গ্রামীণফোনের কাছে এ সংক্রান্ত এক নির্দেশনা পাঠিয়েছে। তাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই কেবল কোম্পানিটি আবার নতুন সিম বিক্রি শুরু করতে পারবে বলে বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।

নিষেধাজ্ঞার বিষয়টি সত্য জানিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, অপারেটরটি মানসম্মত সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা (চলতি বছরের মে পর্যন্ত) ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.