আটগুণ সেনা বাড়াচ্ছে ন্যাটো

বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ। আগামী সপ্তাহে মাদ্রিদে ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। আর একে সামনে রেখেই সোমবার (২৭ জুন) এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

চলমান সময়টাকে ‘কৌশলগত প্রতিযোগিতার সন্ধিক্ষণ’ মনে করে মহাসচিব স্টোলেনবার্গ জানান, রাশিয়ার প্রতিক্রিয়ার জবাব দিতে সামরিক শক্তি বাড়ানো হবে। বর্তমানে ন্যাটোতে সেনা রয়েছে প্রায় ৪০ হাজার। এটা প্রায় আটগুণ বাড়িয়ে ৩ লাখের কাছাকাছি নেওয়া হবে।

তিনি আরো জানান, আশা করা হচ্ছে মাদ্রিদে অনুষ্ঠিতব্য ন্যাটো সামিটে মিত্ররা রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে ইউক্রেনকে আরো সমর্থন দিবে। এ সময় তিনি বলেন, যারা জোটে আছে তারা নিজেদের নিরাপত্তার জন্য রাশিয়াকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও প্রত্যক্ষ হুমকি হিসেবে ধরে নিবে।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.