দ্বিগুণ হয়েছে ইলিশের উৎপাদন

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ২.৯৯ লক্ষ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.৬৫ লক্ষ মেট্রিক টন।

বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী ‘নিরাপদ মৎস্যসম্পদ নিশ্চিতকরণে সংস্কার কার্যক্রম’ শীর্ষক বিষয়ে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, নিরাপদ ও মানসম্পন্ন মৎস্য ও মৎস্যপণ্যের উৎপাদন এবং মান নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকার হিলশা ফিশারিজ ম্যানেজমেন্ট এ্যাকশন প্ল্যান-এর আওতায় প্রজনন মৌসুমে সমুদ্রে একটানা ৬৫ দিন সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধকরণ ও জেলেদের ভিজিএম খাদ্যসহায়তা প্রদানের মাধ্যমে ইলিশের উৎপাদন দ্বিগুণ করতে পেরেছে।

এছাড়া দেশে চিংড়িং উৎপাদনকে উৎসাহিত করতে সরকার ২ লক্ষ ৭ হাজার চিংড়ি খামার এবং ৯ হাজার ৬৫১ টি বাণিজ্যিক মৎস্য খামারের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এটা বৈদেশিক রপ্তানির দ্বারকে উন্মোচিত করবে।

 

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.