স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করার কর্মসূচি (ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম) অনুমোদন, সংস্থার সংঘস্বারক বদল, পরিচালনা পর্ষদের পরিচালকদের তালিকা এবং অনুমোদিত শেয়ার মূলধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভায়(ইজিএম) এ সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন ২০১৩ অনুসারে এসকল সিদ্ধান্ত নেওয়া হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্রটি জানিয়ে, সভায় ২০০০ টাকা মূল্যের ২৫০ টি সাধারণ শেয়ারের বর্তমান অনুমোদিত শেয়ার মূলধন ৫ লাখ টাকাকে বাড়িয়ে ১০ টাকা মূল্যে ২৫০ কোটি সাধারণ শেয়ারের অনুমোদিত শেয়ার মূলধন আড়াই হাজার কোটি টাকা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার এ সভা অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে শেষ মুহুর্তে এটি বাতিল হয়ে যায়। ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান এ রিট আবেদন করেছিল।
বুধবার আহমেদ ইকবাল হাসানের তার রিট প্রত্যাহার করে নেন। তাই ডিএসই পরিচালনা পর্ষদ আজ নতুন এ সময়সূচি নির্ধারণ করে।