এমন বিপর্যয়ের ব্যাখ্যা নেই ডমিঙ্গোর কাছে

ঢাকা টেস্টের চতুর্থ দিনের শেষে ব্যাটিং ধ্বসে ম্যাচটাই বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের। টাইগাররা দিন শেষ করেছিল ৪ উইকেটে ২৩ রান নিয়ে। দুই অপরাজিত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ড্রয়ের স্বপ্ন দেখছিল টাইগাররা। যদিও মুশফিক দ্রুত ফিরলে ক্রমেই ম্যাচ হারের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ। লিটন ও সাকিব আল হাসান হাফ সেঞ্চুরি করে কোনো মতে বাংলাদেশকে ইনিংস হার থেকে রক্ষা করেছেন। তবুও হারের ব্যবধান ১০ উইকেটের।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। তবে আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। মানে দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট- এই অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’

বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় নতুন কিছু নয়। প্রায় প্রতিটি সিরিজেই এমন ব্যাটিং ধ্বসের সম্মুখীন হতে হয়েছে মুমিনুল হকের দলকে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও ৫৩ ও ৮০ রানে গুটিয়ে যাওয়া রেকর্ড গড়েছিল বাংলাদেশ।

এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। গত ছয় থেকে আট মাসে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দুই-একটি পরিবর্তন। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.