অগ্নিকান্ডে স্কয়ার ফার্মার ব্যাপক ক্ষয়ক্ষতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার কারখানায় গত ২৩ মে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানিটির কারখানায় লার্জ ভলিউম প্যারেন্টাল প্লান্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির গত ২৩ মে দুপুর ১২টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকান্ডের ঘটনায় কোম্পানির ৫০টি উৎপাদিত পণ্যের ব্যাপক ক্ষতি হয়। কোম্পানিটি ধারণা করছে এতে কোম্পানির ৫০ কোটি টাকার রাজস্ব কমবে এবং ৮ কোটি টাকার মুনাফা কমবে।

কোম্পানিটি জানায়, কোম্পানির বিশেষজ্ঞ টিম, ফায়ার সার্ভিসের ইউনিট এবং বিমা কোম্পানির সার্ভেয়ারদের সমন্বয়ে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করা হচ্ছে।

কোম্পানিটির এলভিপি প্লান্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি বিমা পলিসির আওতায় আছে। এই ক্ষয়ক্ষতি থেকে উৎপাদনে ফিরতে কোম্পানিটির ২/৩ বছর সময় লাগবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.