ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দেবে নিউজিল্যান্ড

ইউক্রেন সেনাদেরর বিশেষ ধরনের অস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়াতে নিউজিল্যান্ড তার ৩০ জন সশস্ত্র বাহিনী পাঠাচ্ছে যুক্তরাজ্যে। নিউজিল্যান্ডের সেনারা যুক্তরাজ্যে থেকে তাদের প্রশিক্ষণ দিবে। এ প্রশিক্ষণ শেষ হবে জুলাই-এ।

সোমবার (২৩ মে) ইউক্রেনের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানান, ২৩০ জনের অধিক ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে নিউজিল্যান্ডের সশস্ত্র বাহিনী বিশেষ বিশেষ অস্ত্র যেমন, এল১১৯,১০৫এমএম লাইট বন্দুক পরিচালনার প্রশিক্ষণ দিবে। এটা চালনায় সম্পূর্ণ পারদর্শী হতে অন্তত এক সপ্তাহ লাগবে।খবরে ওয়ান নিউজ

এল১১৯ বন্দুক খুব কম দেশেই আছে উল্লেখ করে তিনি জানান, এ ধরনের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার মত রয়েছে অল্প সংখ্যক দক্ষ সেনা। এটা (প্রশিক্ষণ) পার্থক্য করে দিতে পারে।

অর্থসূচক/এইচডি

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.