বিদেশে রফতানি শুরু করলো স্বপ্ন

বাংলাদেশের শীর্ষ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এবার বিদেশে রপ্তানি শুরু করেছে। প্রথম কনসাইটমেন্টে পটল, ঢেড়শ, কাঁচা আলু, করলা আমসহ ২৬ ধরনের সবজি ও ফল হংকংয়ে রফতানি শুরু করেছে।

গত ৩১শে মার্চ স্বপ্ন রফতানি যাত্রা শুরু করেছে। দ্বিতীয় রফতানি যাত্রা শুরু হয় রবিবার ১৫ মে, যার মধ্যে স্বপ্নের গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউও আছে।

স্বপ্ন’র রফতানি ইনেশিয়েটিভের অ্যাডভাইজার ও টিম লিডার সাইফুল আলম বলেন, গত ৩১ শে মার্চ স্বপ্ন রফতানি শুরু করে। গত রবিবার যে রফতানি হংকং মার্কেটে করা হয় তার মধ্যে স্বপ্ন’র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউ রয়েছে।

এছাড়া সাতক্ষীরার ১০০ কেজি আম পাঠানো হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আমের রফতানিতে সহযোগিতা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে স্বপ্ন প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের সদস্য। স্বপ্ন’র গ্লোবাল গ্যাপের উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করেছে। এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য ‘স্বপ্ন’ রফতানি করতে পারবে।\

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.