৫০০ ছাড়িয়ে থামতে চায় শ্রীলঙ্কা

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে শ্রীলঙ্কা। তারা ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে। এখনও ব্যাট হাতে অপরাজিত আছেন সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গী অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দীনেশ চান্দিমাল।

এমন অবস্থায় কোথায় থামতে চায় শ্রীলঙ্কা? দলটির টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস জানিয়েছেন, ‘প্রথম দিনে ২৫৮ রান বেশ ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।’

চট্টগ্রামের উইকেটের সঙ্গে শ্রীলঙ্কার উইকেটের মিল পাচ্ছেন মেন্ডিস। এমনকি দুই দেশের স্পিনার ও পেসারদের মধ্যে সামঞ্জস্য পাচ্ছেন তিনি। মেন্ডিসের ভাষ্য, ‘আমি মনে করি এখানকার পিচ অনেকটা শ্রীলঙ্কান কন্ডিশনের মতো। স্পিনার ও পেসাররা প্রায় একই রকম। আমি বাংলাদেশের স্পিনার ও পেসারদের সামলাতে পারি কিন্তু তবুও কিছু সময় আউট হয়ে যাই। যদিও আমি মনে করি আমরা এটা মানিয়ে নিতে পারবো।’

ম্যাথুসের সেঞ্চুরির দিনেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মেন্ডিস। তিনি ১৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন। এমন ব্যাটিংয়ের পর মেন্ডিসের উপলব্ধি বাংলাদেশের উইকেট ব্যাটারদের জন্য দারুণ। পেসারদের জন্য বিশেষ করে কিছুই নেই।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.