সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪৮), নিয়ামতপুর উপজেলার চন্ডিপুরের বাসিন্দা বীথি খাতুন (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নাত (৪)। এ ঘটনায় আহত বীথির স্বামী আফতাবকে (৩৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, মাটিবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ দুজন মারা যান। এ ছাড়া আহত হন আরও দুজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে এক নারীর মৃত্যু হয়। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের পরপরই ভটভটি ছেড়ে পালিয়েছে চালক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.