সাইমন্ডসের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া

গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। তার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রিকেট বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন।

কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর কয়েক মাসের মধ্যে আরেক অজি ক্রিকেটারের মৃত্যু মেনে নিতে পারছেন না মাইকেল বেভান। তিনি লিখেন, ‘হৃদয়বিদারক। আরেক নায়ককে হারালো অজি ক্রিকেট। হতবাক। ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য। বিস্ময়কর প্রতিভা ছিল তার।’

এক সময়কার সতীর্থকে নিয়ে কিংবদন্তি অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট টুইটে লিখেছেন, ‘এটি (সাইমন্ডসের মৃত্যু) সত্যিই কষ্টদায়ক’।

সাইমন্ডসের আরেক সতীর্থ জেসন গিলেস্পি লিখেছেন, ‘ঘুম থেকে জেগে ওঠার পর ভয়াবহ খবর। পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।’

সাইমন্ডসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোয়েব আখতার ও ভিভিএস লক্ষ্মণরা। শোয়েব লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত। মাঠে ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য প্রার্থনা ও সমবেদনা।’

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, ‘এখানে (ভারতে) ঘুম থেকে জেগে ওঠার পর মর্মান্তিক খবর। এবার শান্তিতে বিশ্রাম নাও আমার প্রিয় বন্ধু। খুবই মর্মান্তিক খবর!’

অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এই দুর্ঘটনাটি ঘটে ১৪ মে স্থানীয় সময় রাত ১১টায়। পুলিশের দেয়া তথ্যমতে রাত ১১টার নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিলেন সাইমন্ডস। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে মোড় নেয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটারকে বাঁচানোর চেষ্টা চালান। কিন্তু সাইমন্ডস ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাইমন্ডস ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন, জিতেছেন দুটি বিশ্বকাপ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.