চট্টগ্রাম টেস্টে সাইমন্ডসের স্বরণে ১ মিনিট নিরবতা

ঘরের মাঠে প্রায় সাড়ে পাঁচ মাসের বিরতির পর টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে মুমিনুল হকের দল মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা।

ইতোমধ্যে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে। ৭ ব্যাটসম্যান ও ৪ বোলারের কম্বিনেশনে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। করোনা নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেয়া সাকিব আল হাসানও আছেনে একাদশে।

ম্যাচ শুরুর পূর্বে অ্যান্ড্রু সাইমন্ডসের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। গতকাল স্থানীয় সময় রাত ১১টায় গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, নাইম হাসান, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.