‘ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশ’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন ফ্রিল্যান্সিং খাত থেকে বছরে এক বিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশ। ২০২৫ সালের মধ্যে এ খাতের আয় ২ থেকে ৩ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন।

আজ বুধবার (১১ মে) আগারগাঁওয়ের বিডা মিলনায়তনে আয়োজিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের মাঝে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান বলেন, বর্তমানে বিশ্বের ফ্রিল্যান্সিংয়ের বাজার ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। করোনার আগে গুগল ৪৩ শতাংশ কাজ করাত। এখন ৭৫ শতাংশ করাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের টপরেটেড ৬০ শতাংশ ফ্রিল্যান্সারই হাই রেটেড কাজ লো-পেমেন্টে করতে বাধ্য হচ্ছেন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বেশি কাজ করেন।

অর্থসূচক/এরআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.