ব্যাটে-বলে প্রস্তুতিটাই হলো না শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার মোক্ষম সুযোগ ছিল শ্রীলঙ্কার। তবে বেরসিক বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচে লঙ্কানরা খেলতে পেরেছে মোটে ১৮.২ ওভার। প্রথম দিনের মতো এদিনও বৃষ্টিতে ভেস্তে গেছে বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠের আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। সকাল ১০ টা নাগাদ খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কবলে পড়ে সেটা শুরু হয়েছে ১১ টা ৪০ মিনিটে। এরপর খেলা হয়েছে ১২ টা ২৪ মিনিট পর্যন্ত।

এই সময়ে লঙ্কানরা ব্যাটিং করেছেন ৯.৫ ওভার। যেখানে ৩৬ রান তুলেছে সফরকারীরা। দুই দিনে লঙ্কানরা ১৮.২ ওভার রান করেছে ১ উইকেটে ৫০। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন কুশল মেন্ডিস। ওপেনার ওশাদা ফার্নান্দো করেছেন অপরাজিত ২২ রান।

আগের দিন ৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। একমাত্র ব্যাটার হিসেবে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে। ইনিংসের ষষ্ঠ ওভারে স্বাগতিকদের প্রথম উইকেট এনে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ডানহাতি এই পেসারের শর্ট অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়কে ক্যাচ দেন করুনারত্নে। ১৮ বলে মাত্র ২ রান করেছেন লঙ্কান অধিনায়ক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.