১০ কোম্পানিতেই সূচক কমেছে ২২ পয়েন্ট

টানা দুই দিন উর্ধমুখী ধারার পর মূল্য সংশোধন হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ মঙ্গলবার (১০ মে) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। কমেছে সবগুলো মূল্যসূচক। এর মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ ৩২ দশমিক ৪৬ পয়েন্ট বা শুন্য দশমিক ৪৮ শতাংশ কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির। কমেছে ২০৫টির দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ সূচক হ্রাসে সবচেয়ে বেশী ভূমিকা রাখা ১০ কোম্পানির কারণে ডিএসইএক্স কমেছে প্রায় ২২ পয়েন্ট। এর মধ্যে শুধু বেক্সিমকো লিমিটেডের কারণে সূচকটি ৪ দশমিক ০১ পয়েন্ট কমেছে। সূচক হ্রাসে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- আইসিবি (৩.৮১ পয়েন্ট)। এর পরে ছিল বৃটিশ আমেরিকান ট্যোবাকো- বিএটিবিসি (২.৮৮ পয়েন্ট)।

তালিকার বাকী কোম্পানিগুলো হচ্ছে- রবি আজিয়াটা (২.৪০), লাফার্জহোলসিম বাংলাদেশ (১.৯৫), পাওয়ারগ্রিড (১.৭৪), সোনালী পেপার (১.৩৫),  জিপিএইচ ইস্পাত (১.২), বাংলাদেশ শিপিং করপোরেশন- বিএসসি (১.১৬) ও আইডিএলসি ফাইন্যান্স (১.০৮ পয়েন্ট)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.