রহস্যজনক মৃত্যুর আশঙ্কায় ইলন মাস্ক

নিজের রহস্যজনক মৃত্যুর ভবিষ্যৎ আভাস দিয়ে টুইট করায় ফের সমালোচিত হয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। খবরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।

সোমবার (৯ মে) টুইটারে নতুন এক পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। পোস্টে ‘রহস্যজনক পরিস্থিতিতে’ মৃত্যুর কথা উল্লেখ করেছেন তিনি।

বিশ্বের শীর্ষ ধনকুবের টুইটে বলেন, ‘যদি আমি রহস্যজনকভাবে মারা যাই,তবে সেটা তোমাদেরকে জানিয়েই মরবো’। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পোস্টের আগে মাস্ক আরেকটি পোস্ট দিয়েছেন, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন তিনি। এ পোস্টের বিপরীতে রুশ ভাষায় লেখা এক কমেন্টে জানানো হয়েছে, ‘ইলন, আপনি যতই বোকা সাজুন না কেন, এ জন্য (ইউক্রেনকে সহযোগিতা) আপনাকে জবাবদিহি করতে হবে।’

এর আগে একটি সূত্র দাবি করে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন ইউক্রেনে যেসব সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে, তার সঙ্গে ইলন মাস্ক জড়িত।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.