হাসপাতালে সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শনিবার (৭ মে) জেদ্দার একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রতিবেদন বলছে,শারীরিক কিছু জটিলতার কারণে জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে বাদশাহ সালমানকে ভর্তি করা হয়েছে। সেখানে তার স্বাস্থ্যের পরীক্ষা করা হবে। এছাড়া আর কোনো তথ্য দেয়া হয়নি।

৮৬ বছরের বাদশাহ সালমানের ২০২০ সালে পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া, গত মার্চে তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করা হয়।

২০১৫ সালে সৌদি আরবের বাদশাহর মসনদে বসেন সালমান বিন আবদুল আজিজ। এর আগে তিনি সৌদি আরবে ইসলামের পবিত্র স্থানগুলোর রক্ষকর্তা ও ডেপুটি প্রিমিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। বাদশাহ পদ অর্জনের আগে তিনি যুবরাজ ও উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আড়াই বছর।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.