বাসায় তৈরি করা মদপানে ১০ জনের মৃত্যু

বাসায় তৈরি মদপান করে ইরানে ১০ জনের মৃত্যু হিয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন।

সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে উপকূলীয় শহর বন্দর আব্বাসে এ ঘটনা ঘটেছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে আজ রোববার (৮ মে) এ তথ্য জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বিষাক্ত মদপানের পর ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৪৫ জনের ডায়ালাইসিসের প্রয়োজন হয়। এখনো চারজন দৃষ্টি সমস্যায় ভুগছেন।

বাসায় মদ তৈরি ও বিক্রির জেরে চলতি মাসের প্রথম দিকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে পুলিশ।

ইরানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মদের উৎপাদন, বিক্রি ও পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কঠোরতা শিথিল রয়েছে। যারা অবৈধভাবে দেশটিতে মদসহ ধরা পড়ে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।

২০২০ সালে করোনা মহামারির সময় বিষাক্ত মদপানে সাত শতাধিক মৃত্যু দেখেছিল ইরান। ধারণা ছিল, মদপানে করোনা নিঃশেষ হয়ে যায়। এছাড়া সেসময় মদপানে দৃষ্টিশক্তি হারিয়েছিল অনেকেই।

অর্থসূচক/এমআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.