টুইট করতে টাকা লাগবে

বিনামূল্যে থাকছে না টুইটার

টুইট করতে ব্যক্তিগত টাকা টাকা খরচ হতে পারে বলে টুইটারে দেওয়া এক বার্তায় বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক নিজেই এই তথ্য জানিয়েছেন। বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়েছে, মাইক্রো ব্লগিং সাইট টুইটার ব্যবহার করতে বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টাকা দিতে হবে। তবে সাধারণ ব্যবহারকারীরা টুইটার বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, রয়টার্স থেকে যোগাযোগ করা হলে টুইটার কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

মঙ্গলবার (৩ মে) মেট গালায় অংশ নিয়ে ইলন মাস্ক বলেন,  আমি চাই আমেরিকার একটি বড় অংশ টুইটারে থাকুক এবং আলোচনায় যুক্ত থাকুন।

গত মার্চের শেষ সপ্তাহে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নিতে চুক্তি করেছেন ইলন মাস্ক। তিনি টুইটারে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, এর অংশ হিসেবে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল ও পলিসি হেড বিজয়া গাড্ডেকে সরিয়ে দেয়া হতে পারে।

টুইটার কেনার ঘোষণা দেয়ার সময় ইলন মাস্ক বলেছিলেন, যেকোনো গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। টুইটার হল একটি ডিজিটাল টাউন স্কয়ার যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।

অর্থসূচক/এইচডি
  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.