প্রকাশ্যে কুমিল্লার ঈদ জামাতে গুলি

কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে ঈদের জামাতে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় মঙ্গলবার (৩মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, পূর্ব শত্রুতার জেরে গোলাবাড়ি এলাকার রুবেল ভূঁইয়া পাশের ঈদগা মাঠে গিয়ে প্রকাশ্যে একই এলাকার ব্যবসায়ী মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় ঈদগা মাঠে থাকা মুসুল্লিরা পালাতে থাকেন। পরে ঘন্টাখানেকের মধ্যেই জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গুলিবিদ্ধ মোস্তাককে স্থানীয়রা উদ্ধার করে কুমেক হাসপাতালে নিয়ে গেছেন। তাঁর ডান হাঁটুতে গুলি লেগেছে। দায়িত্বরত ডাক্তার পলাশ বিশ্বাস জানান, মোস্তাকের পায়ে গুলি লেগেছে। অপারেশন করে তা বের করা হয়েছে। এখন তাকে রক্ত দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় মোস্তাকের ছোট ভাই মনির হোসেন বলেন, কয়েকদিন আগেও রুবেল আমাকে মারধর করেছে। তার নামে মামলা থাকার পরও সে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে। এর আগেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন নগরীর চকবাজার এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে না।

এ প্রসঙ্গে কিছু জানা যায় নি। তবে ওসি সহিদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতরা পালিয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

অর্থসূচক/এইচডি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.