টানা ১০ দিন করোনায় মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, এ সময় শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে টানা ১০ দিন করোনায় কেউ মারা যাননি। দেশে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭১৬ জন। রবিবার (১ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৯৫ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৬৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭০৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৪৩টি। এ পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ০ দশমিক ৯৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৮ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.