আবারও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরুর আগে নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হিসেব দায়িত্ব নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তবে টুর্নামেন্টের মাঝ পথে নেতৃত্ব ছেড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন ধোনি।

আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। অধিনায়ক হিসেবেও আইপিএলের ইতিহাসের সেরা তিনি। ধোনির অধীনে চেন্নাই ৫৯.৬ শতাংশ ম্যাচে জয় পেয়েছে। আর নেতৃত্বে আইপিএলের ৯ আসরেই ফাইনাল খেলেছে।

এর মধ্যে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে দলটি। তবে ক্যারিয়ারের শেষ লগ্নে আসায় নতুন অধিনায়ক হিসেবে জাদেজার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন ধোনি। তবে দলকে সাফল্য এনে দিতে পারেনিনি জাদেজা। এবারের আসরে জাদেজার অধীনে আট ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে। নেতৃত্ব নেয়ার পর থেকে পারফরম্যান্সেও ভাটা পড়েছে অভিজ্ঞ অলরাউন্ডারের। এরপরই চেন্নাইয়ের দায়িত্ব ছাড়েন জাদেজা। টুর্নামেন্টের মাঝ পথে তাই আবারও ধোনিকেই দায়িত্ব দেয় চেন্নাই।

এ ছাড়া আসরে মাত্র দুটিতে জয় পাওয়া চেন্নাই পয়েন্ট টেবিলের নয়ে রয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো জিতলেও প্লে অফে যাওয়া কঠিন কেবল মাত্র ৪ পয়েন্ট অর্জন করা চেন্নাইয়ের।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.