যুক্তরাষ্ট্রে রফতানির অনুমোদন পেয়েছে এসিআইয়ের ওষুধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভান্স ক্যামিকেলস ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এসিআই হেলথকেয়ার লিমিটেডের একটি ওষুধ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করার অনুমতি মিলেছে। গত বুধবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (Food and Drug Administration-FDA) বিষয়টি নিশ্চিত করে কোম্পানিটিকে চিঠি দিয়েছে।

এসিআই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এসিআই হেলথকেয়ার লিমিটেডের গ্যাবাপেনটিন (Gabapentin) নামের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানির অনুমতি দিয়েছে এফডিএ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত এসিআই হেলথকেয়ার লিমিটেডের কারখানায় উৎপাদিত গ্যাবাপেনটিন  দেশটির বাজারে রপ্তানি হবে।

এসিআই সূত্রে জানা গেছে, সোনারগাঁওয়ে অবস্থিত এসিআই হেলথকেয়ার লিমিটেডের কারখানাটি মূলত রপ্তানিমুখী কারখানা। মূলত ওষুধের আন্তর্জাতিক বাজারের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে এই কারখানা স্থাপন করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.