এক নজরে বুধবার ঘোষিত বিভিন্ন কোম্পানির লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় একডজন কোম্পানি বুধবার লভ্যাংশ ঘোষণা করেছে।এর মধ্যে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এর পাশাপাশি কয়েকটি বহুজাতিক কোম্পানিও ছিল।পাঠকদের সুবিধার্থে নিচের ছকে কোম্পানিগুলোর লভ্যাংশ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য প্রকাশ করা হল।

লভ্যাংশ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কোম্পানিগুলোর নামের উপর ক্লিক করে আলাদা আলাদা নিউজ পড়তে পারেন।

 

কোম্পানির নাম২০২১ হিসাববর্ষ২০২০ হিসাববর্ষ
লভ্যাংশইপিএসলভ্যাংশইপিএস
এক্সিম ব্যাংক১০% (নগদ)১.৪৯৭.৫% (নগদ),২.৫% (বো)১.৯৪
সাউথবাংলা ব্যাংক৩% (নগদ), ১% (বো)০.৭৪—-১.৩৯
ইউনিয়ন ক্যাপিটালনো ডিভিডেন্ড(৮.৩০)নো ডিভিডেন্ড(৩.০৮)
ফেডারেল ইন্স্যুরেন্স১০% (নগদ)১.৭৬১০% (নগদ)১.৭৪
নর্দার্ন ইসলামী ইন্স্যু১০% (নগদ)১.৮৭১০% (নগদ)১.২৭
হাইডেলবার্গ সিমেন্ট২৬% (নগদ)৮.৪১২০ (নগদ)(১.৪৩)
ম্যারিকো২০০% নগদ (চূড়ান্ত)

৬০০% অন্তর্বর্তী

১১২.৮২২০০ (চূড়ান্ত),

৭০০% (অন্তর্বর্তী)

৯৮.৬৯
স্ট্যান্ডার্ড ব্যাংক৩% (নগদ), ৩% (বো)০.৭৭২.৫০% (নগদ), ২.৫০ (বো)১.০৫
রিপাবলিক ইন্স্যুরেন্স১০% (নগদ) ৫% (বো)২.৩৮৭% (নগদ), ৭% (বো)২.২১
পাইওনিয়ার ইন্স্যুরেন্স২৫% (নগদ), ১০% (বো)৭.৬২ ৭.৬১
ন্যাশনাল ইন্স্যুরেন্স১৮% (নগদ)৩.২৩২.৪৯
     
     

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.