চোটে পড়লেন মুশফিক, হাসপাতালে মিরাজ

তিন ওভারের ব্যবধানে চোটে পড়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছে শেখ জামাল।

প্রাইম ব্যাংকের ইনিংসে ১৫তম ওভারে গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এরপর ১৮তম ওভারে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে হাওয়ায় ভাসিয়ে মেরেছিলেন তামিম ইকবাল। যদিও সেই বলে ব্যাটে-বলে না হলে তা চলে যায় মিড উইকেটে।

সেখানে ফিল্ডিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ক্যাচ অবশ্য লুফে নিতে পারেননি তিনি। খানিক পরে বোঝা গেছে ক্যাচ মিসের সঙ্গে আঙুলেও চোট পেয়েছেন তিনি। এরপর মিরাজের শুশ্রূষায় এগিয়ে আসেন শেখ জামাল ও প্রতিপক্ষ দল প্রাইম ব্যাংকের মেডিক্যাল কর্মকর্তারা। শেষ পর্যন্ত তিনি টিম বয়দের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছেন।

মিরাজকে নিয়ে শঙ্কা বেড়েছে কিছুক্ষণ পর মাঠে অ্যাম্বুলেন্সের আগমনে। যদিও পরে জানা গেছে মিরাজকে এক্স-রে করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.