চট্টগ্রামে সোমবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।ছাত্রদলের ভারপ্রাপ্ত ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে আটকের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় সংগঠনটি।
রোববার সকাল ১০টায় নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ হরতালের ডাক দেয় ডাক দেয় ছাত্রদলের কেন্দ্রীয় সহসম্পাদক এস এম সালাউদ্দিন এ ঘোষণা দেন।
শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর এ্যালিফেন্ট রোডে ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করলে বজুলল করিমকে আটক করে পুলিশ।